প্রেস বিজ্ঞপ্তি:

২৫ জুলাই প্রবল বর্ষণে পাহাড়ধ্বসে পৌরসভার ৭নং ওয়ার্ডে একই পরিবারের ৪জন এবং দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়ায় ১ জনসহ মোট ৫জনের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ, কক্সবাজার শহর আমীর সাইদুল আলম, সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, প্রতিবছর প্রবল বর্ষণ হলে হতাহতের ঘটনা ঘটে আর প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছর ঘোষণা করা হয় তাদেরকে নিরাপদ আবাসনের ব্যবস্থা কিন্তু কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করাতে প্রতিবছর দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাসরতদের নিরাপদস্থানে পূর্ণবাসনের জন্য সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।