প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের সদর ও রামু উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বৃহষ্পতিবার (২৬ জুলাই) সকাল থেকে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাইমুম সরওয়ার কমল এমপি বন্যার পানি ও কাদায় পায়ে হেঁটে এলাকার মানুষের খবরাখবর নেন। এসময় দুর্গতদের উদ্দেশ্যে তিনি বলেন, গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে তিলে তিলে গড়ে তোলা কক্সবাজার সদর ও রামু উপজেলার উন্নয়ন কাজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হলে আমার খুব খারাপ লাগে, তবুও বাস্তবতাকে মেনে নিয়ে বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কক্সবাজারের মানুষই আমার শক্তি, সাহস আর স্বজন। তাই সদর ও রামুবাসির দুঃখ, দুর্দশা, কষ্ট, দুর্ভোগে আমি সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে এখন ‘মানবতার মা’ হিসেবে পরিচিত। তিনি কক্সবাজারের মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। যেখানে দুর্ভোগ দেখা দিবে আমরা সেখানেই ত্রাণ পৌঁছে দেব। কোন মানুষ যেন কষ্ট না পায় সে ব্যাপারে আমরা সজাগ আছি। ক্ষতিগ্রস্থ রাস্তা গুলোও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে তিনি সংশ্লিষ্ট কর্র্র্তৃপক্ষকে নির্দেশ দেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় এমপি কমলের সঙ্গে খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার, সদর উপজেলা কৃষকলীগ নেতা শেখ ইয়াকুব আলী ইমন ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।