সিবিএন:

জেলা যুবমহিলা দলের সভানেত্রী পক্ষে লাঞ্ছিত হওয়া এবং আওয়ামী লীগ নেতারা হাইব্রীড আওয়ামী মহিলা নেত্রীর পক্ষে কাজ করায় ক্ষুব্ধ জেলা যুবমহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন তাহমিনা চৌধুরী লোনা। তিনি প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম মোজাম্মেল হকের কন্যা। বুধবার সন্ধ্যায় তিনি তার ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন।

তিনি লিখেন, ‘আমি তাহমিনা চৌধুরী লোনা বাংলাদেশ যুব মহিলালীগ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক হই। আজকের পৌরসভা নির্বাচনের ত্যাগী নিবেদিত প্রাণ নেত্রী আয়েশা সিরাজের বিরুদ্ধে পরিকল্পিত, উদ্দেশ্য প্রণেদিত ভাবে হাইব্রীড় নেত্রী আনারষ মার্কার সমর্থনে ভোট কেটে নিয়ে, আমাকে পুলিশ, আনসার, সাম্ওয়ান (তপণ দে), সহ অসংখ্য পুলিশ দিয়ে আমাকে লাঞ্ছিত, নির্যাতিত করার প্রতিবাদস্বরূপ এবং হাইব্রীড মহিলার জন্য আওয়ামীলীগের সেক্রেটারি যিনি আজকে পৌরসভার মেয়র নির্বাচিত হচ্ছেন তিনিসহ দলের কিছু নেতাদের পক্ষপাত মূলক আচরনের প্রেক্ষিতে আমাদের যুব মহিলালীগের ও নেত্রী আয়েশা সিরাজসহ সকলের সম্মানহানী এবং পরাজয় বরণ করতে বাধ্য করায় আমি দলের পদ থেকে পদত্যাগ করলাম।