হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি:
মহেশখালী উপজেলা কালামছড়া ইউনিয়নের প্রেমিক জুটিকে আটক করেছে রামু উপজেলার গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। ২৪ জুলাই সকালে গর্জনিয়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক মনজুর ইলাহীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়ারঙ্গার কাটা মৌলবভির ঘোনা আবুল কালামের বাড়ি থেকে ওই প্রেমিক যুগলকে আটক করেছে। আটক কৃতরা হলেন, শান্তা দাশ (১৪) ও সাইফুল ইসলাম (২৪)।
আটক কৃত শান্তা দাশ জানান, তারা দু,জন দু,জন কে ভালোবেসে পালিয়ে এসেছে। তারা দু জন যতাক্রমে মুসলিম ও হিন্দু হলেও তাদের ভালোবাসাতে কোন অমিল হবে না বলে জানান শান্তার প্রেমিক সাইফুল। একই কথা বলেন শান্তাও। পুলিশ জানিয়েছেন আটক কৃত ওই প্রেমিক যুগল কে মহেশখালী থানায় সোপর্দ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।