২১ জুলাই কক্সবাজারের শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টাল কক্সবাজার নিউজ ডটকমে প্রকাশিত চৌফলদন্ডী কালু ফকির পাড়া অাদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় “বৃক্ষরোপনের নামে তামাশা” শীর্ষক সংবাদটি অামার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে মাদ্রাসার সুনাম ও সফলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল।উল্লেখিত সংবাদে গাছের ঢিল রোপন করার যে কথাটি আনা হয়েছে সেটি সম্পুন্ন মিথ্যা।আমরা চারার জন্য আবেদন করেও না পাওয়ায় তাৎক্ষনিক একটি ফুলের চারা রোপন করা হয়েছে।সেটি চম্পা ফুলের চারা।এ ছাড়া খোলা মাঠে সিমেন্টের ঢালাই করা স্থানে রোপনের কথা উল্লেখ করলেও মুলত চারাটি রোপন করা হয় নতুন ভবনের
পাশের মাটিতে। জাতীয় দিবস পালন না করার বিষয়টি সত্য নয়।আমরা প্রতিবছর যথাসময়ে যথানিয়মে জাতীয় দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি।আমাদের প্রতিষ্ঠানের সফলতা দেখে কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠানের নামে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। প্রতিষ্টানের বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিচ্ছে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী –
মৌঃ মোহাম্মদ নুরুল অালম
সুপার
কালু ফকির পাড়া অাদর্শ বালিকা দাখিল মাদ্রাসা,চৌফলদন্ডী সদর, কক্সবাজার।