নিজস্ব প্রতিবেদকঃ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পর্যটনের ভূমিকাঃ প্রেক্ষিত কক্সবাজার শীর্ষক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর উদ্যোগে ২০ জুলাই রাতে কক্সবাজারের তারকা মানের হোটেল দি কক্স-টুডের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, পর্যটন মৌসুমে কক্সবাজারের আবাসিক হোটেলে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আছে। এই বদনামি থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ভাড়ার কথা ভাবলে হবেনা। পর্যটনের বিষয় মাথায় রেখে ব্যবসা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজারকে এগিয়ে নিতে হবে।

হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে  তিনি বলেন, শুধু ১০০ দিনের ব্যবসা নয়, সাড়ে তিনশ দিনের ব্যবসা মাথায় রাখতে হবে। তাহলে পর্যটনের ডেভেলপ হবে।

টুয়াকের সভাপতি এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় এমপি কমল বলেন, পর্যটনের প্রয়োজনে ট্যুরিস্ট বাস চালুর উদ্যোগ নিলে আমি সহযোগিতা করব। কক্সবাজারে সহসা শিশুপার্ক করা হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে। এসডিজি বাস্তবায়ন হবে। দেশ এগিয়ে যাবে। কক্সবাজারসহ সারা দেশের উন্নয়নে আগামীতেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দরকার।

টুয়াকের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্কীর সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন) খন্দকার ফজলে রাব্বি, ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি রাজা শাহ আলম, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী কক্সবাজারের কৃতি সন্তান ব্যারিস্টার মিজান সাঈদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেল, টুয়াকের সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামান ওবায়দুল, কক্সবাজার বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, বাংলাদেস্থ জাপান দূতাবাসের অনারারি কনসালটেন্ট মুহাম্মদ নুরুল হক নুর, জেদ্দা শ্রমিক লীগ সভাপতি আজিজুল হক, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমদাদুল হক, এইচ এম নুরুল আলম, ঝাউবন রেস্তোরার স্বত্তাধিকারী মো: আলী।

অনুষ্ঠানে কক্সবাজার চেম্বার অব কমার্স এ্যন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার পক্ষে মুল প্রবন্ধ উপস্থাপন করেন চেম্বারের পরিচালক এবং টুয়াক সহসভাপতি আজমল হুদা।