জে.জাহেদ, চট্টগ্রাম:

চট্টগ্রাম ডবলমুরিং এলাকার একটি পুকুরে টানা ১০ ঘণ্টা অভিযানের পর ২ টি দেশিয় পিস্তল ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ডবলমুরিং থানার ছোট মসজিদের পাশের ওই পুকুরে বস্তা বন্দি অবস্থায় মাটির নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। রোববার (২২ জুলাই) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বিকেল থেকে শুরু হয় এ অভিযান। পুকুর থেকে অস্ত্র উদ্ধারের জন্য পানি সেচে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য বিকেল থেকেই দু’টি পাম্মের মাধ্যমে পানি সেচ শুরু করা হয়। শুক্রবার মধ্যরাতে ওই পুকুরপাড় এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১৮ জনকে আটক করে পুলিশ।

সিএমপির ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শনিবার বিকেল থেকে অস্ত্র উদ্ধার কাজ শুরু করে পুলিশ।’