সংবাদ বিজ্ঞপ্তি :

নির্বাচিত হলে উন্নয়নের পাশাপাশি শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রজন্ম পৌরবাসীর শিক্ষিতের হারে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে মনে প্রাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন এবং তাঁরই নির্দেশে দলের পক্ষে মেয়র প্রার্থী হয়েছি। সে জন্যে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আপনাদের ঘরে ঘরে পাড়ায় মহল্লায় ভোটের দাবী নিয়ে এসেছি, আমাকে অন্তত: একটিবার সুযোগ দিন, কথা দিচ্ছি-পৌরবাসীর নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলবোনা, সবসময় মানুষের জন্যই কাজ করবো”। শনিবার সন্ধ্যায় টেকপাড়াবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্থানীয় মুক্তিযোদ্ধা মংলেছা’র সভাপতিত্বে ও রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক, শিক্ষাবিদ মাষ্টার সিরাজুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, টেকপাড়ার প্রবীণ মুরব্বী গোলাম হাসান, বান্দরবান জেলা আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, অর্থ সম্পাদক আবদুল খালেক, ইউনুছ বাঙ্গালী, আবু হেনা মোস্তফা কামাল, ডা: মায়েনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, আনিসুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা বং ইয়াং, বাবুল, এড. জাহেদ নেওয়াজ, আবদুল খালেক, মুহিববুল্লাহ, মাহবুবুল আলম হিমেল, জাহেদ আলম, রাশেদ কবির, কামরুল হাসান সোহাগ, রউফ নেওয়াজ ভুট্টো, আহমদ শফি, সালাউদ্দিন মিন্টু, বাপ্পী, জয়নাল আবেদীন, জেলা আ’লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, হামিদা তাহের, উক্যচিং, উশ্যাসং, মংলি, জচিং ক্যা, অংকি, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা সাইফুদ্দিন খোকন। মতবিনিময় সভায় নৌকার বিজয়ের জন্য বৃহত্তর টেকপাড়াবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে ঘোষনা দেন।

এর আগে জোহরের নামাজের পর থেকে বৃহত্তর ঝাউতলা গাড়ির মাঠ, নুর পাড়া, বড় বাজার, চাউল বাজার, কাজী অফিস, ফুলবাগ সড়ক, হাঙ্গর পাড়া, টেকপাড়া, বড় বাজার, রাখাইন পাড়া ও বৌদ্ধ মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন এলাকায় ভোটার এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন নৌকার প্রার্থী মুজিবুর রহমান।