প্রেস বিজ্ঞপ্তি :

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সাংবাদিক বলরাম দাশ অনুপমের সুযোগ্য সহধর্মীনি সুমা দাশের গণসংযোগ অব্যাহত রয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, এলাকার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন তিনি। বিশেষ করে দিনভর রৌদ, বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে বাদশার ঘোনা, বউ বাজার, পাহাড়তলী ইছুলের ঘোনা, ইসলামপুর, রহমানিয়া মাদ্রাসা এলাকা, পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর এলাকা, বইল্ল্যা পাড়া, দক্ষিণ ঘোনার পাড়া ও মোজাহের পাড়ায় প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ২৫ জুলাই আনারস মার্র্কায় ভোট প্রার্থনা করেন। পাশাপাশি সকলের দোয়া/আর্শিবাদও কামনা করেন সুমা দাশ। গণসংযোগকালে সুমা দাশ বলেন-আমি কথায় নয়, কাজে বিশ^াসী। প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য। ওয়ার্ডবাসীর সেবা ও ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। ভোটারদের উদ্দেশ্যে সুমা দাশ বলেন-আমাকে ২৫ জুলাই আনারস মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করে সর্বস্তরের জনসাধারণে সেবা করার সুযোগ দেবেন। তিনি আরো বলেন- আগামী ২৫ জুলাই আনারস মার্কার বিজয় হলে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ সমস্যা নিরসন এবং রাস্তা-ঘাটের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে।