এম.মনছুর আলম, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক লাগোয়া চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন্থ নতুন রাস্তার মাথা সংলগ্ন ‘ শাহ উমর ফিলিং ষ্টেশন’ নামের নতুন একটি ফিলিং ষ্টেশনের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০জুলাই) দুপুরে উদ্বোধন উপলক্ষে শাহ উমর ফিলিং স্টেশন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নব নির্মিত শাহ উমর ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী ও বিশিষ্ট সমাজ সেবক হাসেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এম এ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিকসম্পাদক নজরুল ইসলাম, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মো.বেলাল উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম নব নির্মিতশাহ উমর ফিলিং স্টেশনের ফিতা কেটে আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করেন।এ সময় দেশ ও ফিলিং স্টেশনের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন মৌলানা আজিজুল্লাহ আল মামুন।