আবদুল মজিদ, চকরিয়া:
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কতৃক সদ্য ঘোষিত এইচএসসি’র ফলাফলে চকরিয়ার ৬ টি কলেজ থেকে ৩ বিভাগে ১৩৭০ জন শিক্ষার্থী পাশ করেছে। তৎমধ্যে চকরিয়া আবাসিক মহিলা কলেজ থেকে পরিক্ষা দিয়েছিল ৬৪৭ জন। পাশ করেছে ৪৫২ জন। ডুলাহাজারা কলেজে থেকে পরিক্ষা দিয়েছিল ৭৯১ জন। পাশ করেছে ৫২৩ জন। চকরিয়া কমার্স কলেজ থেকে পরিক্ষা দিয়েছিল ৭৪ জন। পাশ করেছে৩৭ জন। বদরখালী কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ২৬৭ জন। পাশ করেছে ১১৭ জন। চকরিয়া সিটি কলেজ থেকে পরিক্ষা দিয়েছিল ১০৫ জন।পাশ করেছে ৪২ জন। চকরিয়া কলেজ থেকে পরিক্ষা দিয়েছিল ৭২৬জন। পাশ করেছে ১৮৯ জন। এবারে ও আগের মত খারাপ ফলাফল করেছে চকরিয়া কলেজ। তাদের পাশের হার শতকরা ২৬।

অপরদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চকরিয়া উপজেলায় মাদরাসা বিভাগের ফলাফলে দেখাগেছে, ২০১৮ আলিম পরিক্ষায় চকরিয়া উপজেলায় ৭টি মাদরাসা হতে ৭২০জনের মধ্যে ৪৬৭জন পাশ করেছে আর ফেল হয়েছে ২৫৩জন। চকরিয়া আনোয়ারুল আলিম ফাযিল মাদরাসা- পাস করেছে ১২৫ জন, ফেল করেছে ৪১জন, বদরখালী এমএস ফাযিল মাদরাসা- পাস করেছে ৭৭ জন, ফেল- ২৯জন, পহরচাদা ফাযিল মাদরাসা- পাস করেছে ৩৫জন, ফেল-১ জন, খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা- পাস করেছে ৬৮জন, ফেল-১২ জন, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা- পাস করেছে ৪১জন, ফেল-৪ জন, বেতুয়াবাজার হযরত ফাতিমা (র:) বালিকা আলিম মাদরাসা- পাস করেছে ৪৩ জন, ফেল-১২ জন এবং ছিকলঘাট আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদরাসা- পাস করেছে ৭৪ জন, ফেল- ৩০জন। ফলাফল বিবেচনায় কলেজের তুলনায় মাদরাসা বিভাগের অনেক ভাল ফলাফল অর্জণ করেছে।