শাহজালাল শাহেদ, চকরিয়া:

স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ বৃহস্পতিবার ১৯জুলাই সকাল সাড়ে ১০টায় শুভ উদ্বোধন হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসিল্যান্ড খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। তিনি তার বক্তব্যে উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সফিয়া বেগম শম্পা, জেলা পরিষদ সদস্য অধ্যাপক সুলতান মিয়া ও ডুলাহাজারা কলেজের শিক্ষক অধ্যাপক সিন্টু কুমার দে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান। এসময় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মৎস্য সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জেলে সাধারণ উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা হেড কোয়াটারস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাফর আলমসহ উপস্থিত অতিথিবৃন্দ।