শফিক আজাদ, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী হাইওয়ে পুলিশ বুধবার ভোর রাতে টেকনাফ থেকে আসা কাঠভর্তী একটি ট্রাকে তল্লাসি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যার অনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেশ বড়–য়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীটিকে দাড়ানোর জন্য সিগনেল দিলে চালক গাড়ীটি থামিয়ে পালিয়ে যায়। পরে গাড়ীর দরজার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে গাড়ীর মালিক ও চালক কুতুপালং পিএফ পাড়া গ্রামের বিকাশ চন্দ্র বড়–য়াকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।