জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৬শ ৬০ গ্রাম ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেরুনতলী এলাকায় অভিযানে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দেয়। সে হাতে থাকা একটি রুমালে মুড়ানো প্যাকেট ফেলে পালিয়ে যাওয়ায় ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল হতে রুমাল মোড়ানো প্যাকেটটি উদ্ধার করে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। যা সিজি ষ্টেশনে নিয়ে ওজন করে ২৭ লক্ষ ১৬ হাজার ৯শ ৯০টাকার ৬শ ৬০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।