শাহেদ মিজান, সিবিএন:

ইয়াবা পাচারের দায়ে টেকনাফের দুই ইয়াবা কারবারীকে ৫ বছর ৫ মাস করে কারাদন্ড দিয়েছে কক্সবাজার যুগ্ন জেলা দায়রা জজ (প্রথম) আদালত।

মঙ্গলবার দুপুর পৌনে ১২ টায় কক্সবাজার যুগ্ন জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলেন, টেকনাফ সদরের মৌলভীপাড়ার মৃত ফয়েজ উল্লাহর ছেলে মো. হোসাইন ও একই ইউপি’র খোয়াংছড়িপাড়ার নির্মল ধরের ছেলে সুমন ধর। এসময় তাদের ২ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।

আদালত সুত্র জানায়, ২০১৫ সালের ৪ ডিসেম্বর টেকনাফ বিজিবির সদস্যরা ১ হাজার ৮ শত ৯৫ টি ইয়াবাসহ তাদের আটক করে। ওই মামলায় দীর্ঘ শুনানীর পর এ রায় দেন বিচারক।

কক্সবাজার যুগ্ন জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ( এপিপি) জিয়া উদ্দিন আহমেদ বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।