সিবিএন:

টেকনাফে নাফ নদী সীমান্ত থেকে নিখোঁজের একদিন পরে ভাসমান অবস্থায় আলী আকবর (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে নাফ নদীর ২নং সুইচ গেইট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী আকবর টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মৃত মোহাম্মদ জয়নালের ছেলে।

নিহত জেলের পরিবারের জানান, মঙ্গলবার সকালে নাফনদীতে জাল নিয়ে মাছ ধরতে যান আলী আকবর। পরে বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে। পরদিন বুধবার দুপুরে মাছ ধরতে যাওয়া স্থানে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, বুধবার সকালে নাফ নদীর কিনারা থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর শুনেছি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবারের পক্ষ থেকে আইননানুগ ব্যবস্থা না নেয়ায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।