প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা জজ আদালতের এডিশনাল পিপি এড. মোজাফ্ফর আহমদ হেলালী’র মাতা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি ছয় ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার মাগরিবের নামাজের পর রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মাহমুদা বেগম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের মরহুম আব্দুল হালিম সওদাগরের স্ত্রী ও রামুর বিশিষ্ট ব্যবসায়ী শ্রীকুল নিবাসী মীর কাশেম হেলালী ও ইঞ্জিনিয়ার মোকতার আলম হেলালীর মাতা।

এদিকে রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা জজ আদালতের এডিশনাল পিপি এড. মোজাফ্ফর আহমদ হেলালী’র মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মোঃ নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী চেয়াম্যান, মহিলা সম্পাদক, রামু উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, কক্সবাজার জেলা পরিষদের সদস্য, শামসুল আলম চেয়ারম্যান, নুরুল হক কোং, রামু উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, চাকমারকুলের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বঙ্গবন্ধু সৈনিকলীগ রামুর সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু প্রমুখ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।