সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, “নৌকা যেনতেন কোন প্রতীক নয়, এটি উন্নয়নের প্রতীক-শান্তির প্রতীক। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করলে কক্সবাজার পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করতে পারবো, ইনশাআল্লাহ”। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দ্বিতীয়দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

গোলদীঘির পাড়স্থ জামে মসজিদে যোহরের নামাজ আদায় শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন নৌকার প্রার্থী মুজিব চেয়ারম্যান। সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্যও রাখেন তিনি। এছাড়া কৃঞ্চানন্দধাম মন্দিরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় বক্তব্য রাখেন দুলাল চক্রবর্তী, দুলাল কান্তি দে, বিশ^জিত পাল বিশু, দুলাল দাশ, ডা.প্রবীর পাল, সোনারাম দে, ইন্দ্রজিত পাল, সমির পাল, সাধন পাল, কাজল পাল, জতিন্দ্র মোহন দাশ, আরিফ উল মওলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়া ঘোনারপাড়া, শংকর মঠ, বৈদ্যঘোনা, বৈল্যা পাড়া, বায়তুশ শরফ এলাকা, বৌদ্ধ মন্দিররোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, চকরিয়ার পৌর মেয়র আলমগীর চৌধুরী, এমএ হাশেম, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়, মিজানুর রহমান, জিএম কাশেম, মারুফ উল ইসলাম শাওন, শামসুল ইসলাম, জাহাঙ্গীর আলম।

এদিকে সন্ধ্যায় ৫ নং ওয়ার্ড আলীর জাহাল ফিশিংবোট শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নৌকার প্রার্থী মুজিবুর রহমান। সভায় আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও সমাজসেবক নুরুল ইসলাম নুরু কোম্পানীসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।