প্রেস বিজ্ঞপ্তি:

তরুন সমাজ সেবক মিজানুল করিম মিজানকে বৃহত্তর টেকপাড়াবাসীর পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক গোলাম মাওলা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মিজানকে প্রার্থী ঘোষণা এবং সমর্থন করা হয়।

প্রার্থী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মরহুম আব্দুল করিম নাগু কমিশনারের সুযোগ্য পুত্র মিজানুল করিম মিজান বলেন- আজ আমি বৃহত্তর টেকপাড়ার আপামর জনসাধারণের ভালবাসায় দারুণভাবে আনন্দিত। আমার দীর্ঘদিনের পথচলার পুরষ্কার পেলাম আজ। আশা করি আগামী ২৫ জুলাই এলাকার উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে যার যার অবস্থান থেকে অবহেলিত ৪নং ওয়ার্ডের ভাগ্যর পরিবর্তন ঘটাতে আমাকে (মিজানকে) বিজয়ী করবে প্রিয় এলাকাবাসী।

মাঝের ঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রহিমুল্লাহ আনোয়ারী কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত সভায় বক্তব্য রাখেন-সমাজ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ, মুস্তাফিজুর রহমান, মোজাফফর আহমদ, শফিউল হক কোম্পানি, জয়নাল আবেদীন কাজল ও মং মং(মম)।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মাওলানা বদিউল আলম, শ্রমিক নেতা মাহমুদুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, ব্যাবসায়ী আবছার, মুফিজুর রহমান, কামাল সওদাগর, দুলাল সওদাগর, ডা: মুজতাফিজুর রহমান, বদি আলম, ফজল মুক্তার, আবু বক্কর ছিদ্দীক, ছৈয়দ আলম মাঝি, হাশেম সিকদার, মো সালাম, ডগ মাষ্টার জাকির, কামাল উদ্দীন সওদাগর, সাহাব উদ্দীন, আবুল কালাম, জুনাইদুল হক আরিফ, মোবারক হোসাইন ঈদিল, জয়নাল আবেদীন, আবদু রহিম, দিদার, আবদু রাজ্জাক, মো আবু, মো: মুছা, আবুল ফজল, সেলিম নেওয়াজ, বাদশা।

মতবিনিময় সভা পরিচালনা করেন সমাজ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু। পরে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহেদুর রহমান শাহীন।