সংবাদ বিজ্ঞপ্তি:
ভুল চিকিৎসায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের একমাত্র কন্যা রাফিয়া খানের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন সেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চট্টগ্রাম’ এর নেতৃবৃন্দ।

শনিবার অনুষ্ঠিত সংগঠনের মাসিক সভায় নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শত শত রাফিয়া প্রায়ই ভুল চিকিৎসার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এক ধরনের অসাধু সিন্ডিকেটের কাছে চিকিৎসা ব্যবস্থা জিম্মি হয়ে পড়ায় সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ মানুষ কতিপয় ডাক্তারদের কাছে এক প্রকার জিম্মি হয়ে আছে। তারা অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করে চলেছে, যা কখনো তাদের কাছে সাধারণ মানুষ আশা করেনা। এসব ডাক্তারদের এহেন উদাসীনতা ও হয়রানীর শিকার হতে থাকলে প্রকৃত ডাক্তারদের কাছ থেকেও সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলবে। তারা রাফিয়ার মৃত্যুর কারণ তদন্ত পূর্বক ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান।

সংগঠনের সভাপতি সাংবাদিক শামসুল হুদা মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান আল-কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজ রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম কাউছার আলম, সহ অর্থ সম্পাদক মুজাম্মেল আজিম ত্বহা, স্বাস্থ্য সম্পাদিকা মুশাররাত কামাল ইলমা, সিনিয়র সদস্য রাশেদুল হক খোকন, চৌধুরী মাহবুবুল আলম ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এম আজগর আলী, সহ দপ্তর সম্পাদক এসআইএম শাখাওয়াত হোসাইন, সহ প্রচার সম্পাদক সাহাবু উদ্দিন, সিনিয়র সদস্য এনামুল হাসান, সদস্য রাশেদুল হাসান, সোনিয়া আকতার মাহি, রেশমী আকতার তানজুম প্রমূখ।