সিবিএন:
শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়ে ঘরে জয় তুলেছে বিশ্ব ফেভারিট দল আর্জেন্টিনা। মেসি বাহিনীর এই মনোমুগ্ধকর জয়ে বিশ্বজুড়ে বিজয়ের উল্লাস চলছে। সেই আনন্দ উল্লাস থেকে কে বাদ যেতে চায়? তাইতো রাতের গভীরতা ভেঙে কক্সবাজারে রাজপথে নেমে আর্জেন্টিনার হাজার হাজার সমর্থক। খেলা শেষ হওয়ার সাথে সাথে শহরের বিভিন্ন দিক ও অলি- গলি থেকে মিছিল নিয়ে রাজপথে বের হয়ে ফুটবলের যুবরাজ মেসি ভক্তরা। ঢোল-তবলা, ভুভুজুলা বাজিয়ে উল্লাসে মুখরিত হয়ে উঠে তারা। একই সাথে শত শত বাইকের শোডাউনে গভীরতা ভেঙে গিয়ে এক উদ্বেল রাত হয়ে উঠে কক্সবাজারে। প্রিয় দলে পতাকা শোভিত ভক্তদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ঘুমন্ত মানুষ। এ যেন এক ঐতিহাসিক বিজয় যাত্রা!
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতোয়ারা রাতের কক্সবাজার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।