সংবাদ বিজ্ঞপ্তিঃ
পর্যটন শিল্প বিকাশ ও নানা সংকট উত্তরণের লক্ষ্যে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ও একমাত্র পর্যটনসংঘ “ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ”। গত ২১ জুন বৃহস্পতিবার রাতে হোটেল সীগালের হল রুমে এক সাধারণ সভায় পর্যটনসেবী সংগঠন কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতি, সৈকত রিসোর্ট এন্ড কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক), আবাসিক হোটেল এন্ড রেস্তোরা মালিক গ্রুপ, ও বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি উদ্যোগে যৌথ সমন্বয়ে একটি সক্রিয় কমিটি গঠিত হয়। পর্যটন নগরী কক্সবাজারের পর্যটনশিল্পে বিদ্যামান বিভিন্ন সমস্যা নিরসন ও উত্তরোত্তর উন্নয়ন এবং পর্যটন ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করার তাগিতে কাজ করবে এই বৃহত্তর ছয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সকলের সম্মতিক্রমে কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের হোটেল সীগালের স্বত্ত্বাধিকারি মাসুম ইকবালকে সভাপতি, হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ডায়মন্ড প্যালেস গেষ্ট হাউজ এর স্বত্ত্বাধিকারি আবুল কাসেম সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৩ বিশিষ্ট একটি গতিশীল কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হলেন যথাক্রমে সহ-সভাপতি কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারি রাজা শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি রেস্তোরা মালিক সমিতির নবান্ন রেস্তোরার স্বত্ত্বাধিকারি নঈমুল হক টুটুল, সহ-সভাপতি হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সভাপতি জিয়া গেষ্ট হাউজের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব্ ওমর সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক এন্জেল ট্যুরিজম এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারি ও টুয়াকের সাধারণ সম্পাদক আসাফ উদ্ দৌলা (আশেক), যুগ্ন সাধারণ সম্পাদক ওয়েল পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক জিয়া গেষ্ট ইনের স্বত্ত্বাধিকারি আলহাজ্ব শফিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সী টাউন রিসোর্টের স্বত্ত্বাধিকারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হোটেল নিশীথার স্বত্বাধিকারি আলহাজ্ব সিরাজুল হক, সহ অর্থ সম্পাদক ফ্রেশ ইন রেস্তোরার স্বত্বাধিকারি আলহাজ্ব মোহাম্মদ শফি, পর্যটন বিষয়ক সম্পাদক ঝাউবন রেস্তোরার স্বত্ত্বাধিকারি মুহাম্মদ আলী, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ট্রাভেল কেয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারি ও টুয়াক ফাউন্ডার চেয়ারম্যান এম.এ হাসিব বাদল, যুগ্ন শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ব্লু বে রিসোর্ট এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারি ও সৈকত রিসোর্ট এন্ড কটেজ মালিক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ, দপ্তর সম্পাদক সী হোম কটেজের স্বত্বাধিকারি ও সৈকত রিসোর্ট এন্ড কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক শরাফাত উল্লাহ্ সিকদার বাবুল, সহ দপ্তর সম্পাদক বৈশাখি রেস্তোরার স্বত্বাধিকারি কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাঙ্গাবালী ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারি ও টুয়াক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার কামাল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হানিমুন রিসোর্টের স্বত্বাধিকারি সরওয়ার কামাল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক পউষী হোটেল এন্ড রেস্তোরার স্বতা¡ধিকারি আবু বাকের সিদ্দিক।

কার্য নির্বাহী সদস্যগণ যথাক্রমে- হোটেল সী ক্রাউন এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সাঈদ হক, সী ইন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার চেয়ারম্যান, সী এনজেল রিসোর্টের স্বত্বাধিকারি সিরাজুল ইসলাম, সী গ্রেট এন্টারটেইনমেন্ট এর স্বত্বাধিকারি ও টুয়াক উপদেষ্টা মফিজুর রহমান, হোটেল মিশুকের স্বত্বাধিকারি বদরুজ্জামান, হোটেল দি কক্স টু ডে’র পরিচালক সাখাওয়াত হোসেন, ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশুক, বে অব বেঙ্গল গ্রুপ ট্যুরিজমের স্বত্বাধিকারি ও টুয়াক সভাপতি তোফায়েল আহমেদ, আর এম গেষ্টহাউজ এর স্বত্বাধিকারি এম.এম নুরুচ্ছফা, হোটেল সী কুইনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহেদুল ইসলাম, হোটেল সাগরগাঁও এর ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলাম শাহেদ, সাগর বিলাস কটেজের স্বত্বাধিকারি রাশেদুল ইসলাম ডালিম, রাজধানী রেস্তোরার স্বত্বাধিকারি রফিকুল কাদের ও আল গনি রেস্তোরার স্বত্বাধিকারি রুবেল উদ্দিন।

ক্রমান্বয়ে বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট বৃহত্তর সংগঠনসমূহকে সদস্যভুক্ত করে পর্যটন উন্নয়নে মহা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সহযোগি সংগঠন হিসেবে কাজ করে যাবে এই পর্যটন ফেডারেশন। হোটেল মিড়িয়ায় ফেডারেশনের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ এর নবগঠিত কার্যকরি কমিটি পর্যটন বিকাশের স্বার্থে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, পর্যটন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।