নীতিশ বড়ুয়া, রামু :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মক্কা মহানগর শাখা আয়োজিত ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশের যুব আন্দোলনের পথিকৃত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম ও উন্নয়নে যুবলীগ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে পুনঃরায় ক্ষমতায় আনতে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এমপি কমল বলেন, বিশ্বে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারলেই বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কয়েকটি সাংগঠনিক শক্তির মধ্যে যুবলীগ অন্যতম শক্তি। তাই জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের কান্ডারি হবে যুবলীগ।
গত বৃহষ্পতিবার (২১ জুন) মক্কার এক অভিজাত হোটেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মক্কা মহানগর শাখার সভাপতি শফিউল আলম মনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মক্কা মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মক্কা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আবু তৈয়ব। আলোচনা সভা শেষে মক্কা মহানগর যুবলীগে কক্সবাজার সদর ও রামু উপজেলার নেতৃবৃন্দের সমন্বয়ে কক্সবাজার-৩ আসনের একাদশ জাতীয় নির্বাচন পরিচালনায় একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি পবিত্র ওমরা হজ্ব পালনে গত ১২ জুন মঙ্গলবার সৌদি আরব গেছেন। পবিত্র ওমরা পালনকালে তিনি কক্সবাজার সদর ও রামু উপজেলার জনসাধারণসহ দেশের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহপাকের দরবারে দোয়া কামনা করেছেন। এমপি কমল ২৩ জুন দেশে ফেরার কথা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।