শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের ১নং ইসলামপুর ইউনিয়নে মেহেদীর রং না শুকাতেই যৌতুকের জন্য স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সংগঠিত এই ঘটনায় নববধু আদালতে মামলা দায়ের করেছে। মামলা সংবাদ পেয়ে যৌতুক লোভী স্বামী বিদেশ পালিয়ে যাওয়া পাঁয়তারা চালাচ্ছে। মামলার আর.জি সূত্রে জানা যায়, বর্ণিত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব নাপিতখালী জুমনগর এলাকার রশিদ আহমদের মেয়ে মরিয়ম খানমের সাথে একই ইউনিয়নের মধ্যম নাপিতখালীর আয়ুব আলীর পুত্র রমজান আলীর সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক চলতি বছরের ১৫ এপ্রিল রেজি: যুক্ত ৩৬/১৮নং নিকাহনামা মূলে সামাজিক ভাবে বিবাহ হয়। মাস দুই এক সংসার করার পর রমজান আলী ওমান যাওয়ার অজুহাতে তিন লক্ষ টাকা যৌতুক দাবী করে। স্ত্রীর পক্ষে যৌতুক প্রদানে অপারগতা প্রকাশ করায় ১৬ মার্চ বিকাল আনুমানিক ৫ টার দিকে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময় স্বামী তিন লক্ষ টাকা যৌতুক এনে না দিলে সংসার বিচ্ছিন্ন সহ তালাক দেওয়ার হুমতি প্রদর্শন করে। বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করার কথা থাকলেও আসামী পক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে বিদেশ চলে

যাওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায় ঘটনাটি অত্যান্ত দু:খ জনক, এত অল্প সময়ে একজন নব বিবাহিত মেয়েকে সংসার ছাড়তে হবে এটা কোন ভাবেই কাম্য নই। ঘটনার সময় স্বামী রমজান আলী এ ঘটনার ব্যাপারে কোথাও অভিযোগ কিংবা মামলা করলে মরিয়মকে জানে মেরে ফেলার ও হুমকি প্রদর্শন করেন বলে জানায় ভিকটিমের পিতা রশিদ আহমদ। সংঘটিত ঘটনায় মরিয়ম খানম বাদী হয়ে গত ৬ জুন কক্সবাজার সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৪ এ ১টি মামলা দায়ের করেন। এ ব্যাপারে স্বামী রমজান আলীর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ওয়ার্ড মেম্বার ওবাইদুল হোসেন কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।