মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও তে সড়ক দুর্ঘটনায় ১০/১২ জন আহত হয়েছেন।আজ২১জুন মাগরিব নামাযের পূর্বে চান্দের ঘোনা জামে মসজিদ এর বিপরীতে একটি ডামপার অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গেলে এ দূর্ঘটনা ঘটে ।
আহতরাহ হচ্ছেন ঈদগাঁও লাইনের যাত্রী । গাড়িটির যাত্রী ঈদগড় এলাকার সংবাদকর্মী হামিদুল হক জানান, তাদের বহনকারী গাড়ি টি কক্সবাজার থেকে ঈদগাঁও রওয়ানা কালে চান্দের গোনায় দূর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা আসা একটি ডামপার তাদের গাড়িটি কে ওভারটেক করতে চাইলে যাত্রীবাহী বাস টি রাস্তার পশ্চিম পাশের বিলে উল্টে যায় । এতে মহিলাসহ ১০/১২ জন আহত হন । আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয় । ঘটনার পর পরই ঈদগাঁও লাইনের চালক ও হেলপার পালিয়ে যায় ।