প্রেস বিজ্ঞপ্তি:

বহুল আলোচিত সামাজিক সংগঠন হোয়ানক সিভিল ইয়ুথ কোঅপারেটিভ সোসাইটি লি. এর উদ্যোগে ৭ম বারের মত ঈদ পুনর্মিলনী, এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও হোয়ানক সিভিল ইয়ুথ মেধাবৃত্তি পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে। গতকাল ১৯ জুন দুপুর ২ টায় হোয়ানক ইউনিয়ন পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, পানিরছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু বকর শিবলী, পানিরছড়া আল আকাবা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মৌলানা আমান উল্লাহ, কালালিয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ নুর, সহকারী শিক্ষক আবুল হোসেন, হরিয়ার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ ছিদ্দিকী, বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুতুব উদ্দিন ইলাহী, আলী আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, ইউপি সদস্য আব্দুল করিম বি.এ, সমাজসেবক সাজ্জাদ রাজু, ডা. আবু তালেব প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৮ সালের গুণীজন সম্মাননা স্মারক গ্রহন করেন সর্বজন শ্রদ্ধেয় অবসর প্রাপ্ত শিক্ষক জসতীন্দ্র মোহন দত্ত। যার তিন ছেলে তিন মেয়ে স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত করছেন। এবারের মরোনত্তর সম্মাননা স্মারকের জন্য মনোনীত হয়েছেন মহেশখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও টাইমবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মৌলানা সোলতান আহমেদ হোছাইনী। পাশাপাশি এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও হোয়ানক সিভিল ইয়ুথ মেধাবৃত্তি পুরস্কার প্রদান করা হয়।