প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালীতে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থী বিখ্যাত পরিবেশত বিজ্ঞানী প্রফেসর ড. আনসারুল করিম। এসময় তিনি জনতার কাতারে মিশে গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। সাধারণ মানুষও তাঁকে (আনসারুল করিম) কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে।
সোমবার (১৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশখালীর গোরকঘাটা জেটিঘাট, পৌরসভা এলাকা এবং কুতুবজোম ইউনিয়নে সাধারণ মানুষের ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গণসংযোগ শেষে কুতুবজোম বটতলী বাজারে শুভেচ্ছা মতবিনিময় সভার আয়োজন করে কুতুবজোমের সাধারণ মানুষ।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি মাস্টার ফরিদ। মতবিনিময় সভায় আমজনতার উদ্দেশ্যে প্রফেসর ড. আনসারুল করিম বলেন, মহেশখালী-কুতুবদিয়ার সাধারণ মানুষের জন্য আমার সব সময় মন কাঁদে। জীবনের যেটুকু সময় আছে তা আপনাদের সেবায় কাটাতে চাই। তাই মহান সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য এলাকায় ছুটে এসেছি। যেমনটা অতীতেও এসেছি। এবার সিদ্ধান্ত আপনাদের উপর। আপনারা যা ভাল মনে করেন, সেটাই মাথা পেতে নেব। তবে এটা জেনে রাখবেন, আমি আপনাদের জন্য আমৃত্যু লড়ে যাবো।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান, আওয়ামী লীগ নেতা আলহাজ গোলাম কুদ্দুস, মহেশখালী পৌর আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক সোহাগ কামাল, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবীব উল্লাহ, মহেশখালী উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ সিদ্দিক, মহেশখালী উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলতাজ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজম খান, নুরুল ইসলাম, উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা বশির উল্লাহ খান, মুহাম্মদ জিন্নাহ, মহেশখালী পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাকের আলম, ৯নং ওয়ার্ডের সভাপতি জামাল মাস্টার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, মো. ইকবাল, ফিরোজ আলম, মাহাবুল আলম, মুজিবসেনা ঐক্যলীগের মাহাবু, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি সাহাব উদ্দিন, মো. মিজান, আওয়ামী লীগ নেতা অরবিন্দু দে, আবু তৈয়ব, ছৈয়দুল ইসলাম, মোহাম্মদ ছাদেক হোসেন, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহীন, মহিউদ্দিন সিকদার, আরমান সিকদার, ছাত্রলীগ নেতা নিপ্পন পাল, শাহজান ওয়াজেদ চৌধুরী, মাসুম, সাগর, নেছারুল হক প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী, উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।