বার্তা পরিবেশক :
কক্সবাজার ঝিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার কলাতলীস্থ অভিযাত আবাসিক হোটেল বেস্ট ওয়েষ্টেন হেরিটেজ আবাসিক হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার ঝিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা এবং কটেজ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ নোবেলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (টুরিষ্ট পুলিশ) জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুছ বাঙ্গালী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য কায়সারুল হক জুয়েল ও কাশেম আলী। স্বাগত বক্তব্য রাখেন সুগন্ধ্যা ঝিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুরুল আলম সভাপতি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সুগন্ধা শুটকী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর ছবুর, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সুগন্ধা শুটকী ও অন্যান্য ব্যবসায়ীর উপদেষ্টা আব্দুর রহমান, হাজী জসিম উদ্দিন, সী-ইন বার্মিজ মার্কেটের সভাপতি জহির আহম্মদ, সম্পাদক জাফর আহম্মদ, অর্থ-সম্পাদক আলমঙ্গীর হোসেন, সীগাল পয়েন্ট ঝিনুক ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল আহম্মদ, সাধারণ সম্পাদক এহসান মুরাদ, কক্সবাজার বীচ ঝিনুক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রুবেল, হাফিজুল আলম চৌধুরী, মোঃ আইয়ুব , রমজান, এনামুল হক এনাম, নুরুল হুদা, আবুল হামিদ, জসিম, ফরিদ, আব্দুর রশিদ, শাহ্ নেওয়াজ, জাফর, আমিনুল ইসলাম, আব্দুর সালাম, শামশু, জাহেদুর ইসলাম, মোঃ রফিক, মোঃ সেলিম, ইউনুছ, নুরুল বশর, মিন্টু, নজরুল ইসলাম, আবুল কাশেম মাঝি, নুর মোহাম্মদ, সুলতান, মোহাম্মদ নুর। এছাড়া বীচ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইনচার্জ মাহবুবুল আলম, খুরশেদ আলম, মোঃ কালাম, মোঃ হোসেন, লিটন, মিলন সহ অন্যান্যরা। মোনাজাত পরিচালনা করেন সুগন্ধ্যা বীচ বায়তুল মা-মুর জামে মসজিদের খতিব মৌলানা ফরিদুল আলম।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে কাজী রাসেল আহম্মদ নোবেল বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা নিয়ে বাকী ১১ মাস সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। প্রত্যেক ব্যবসায়ীকে সঞ্চয়ী হতে হবে, যাতে করে আর ঋণগ্রস্থ হতে না হয়।