সিবিএন:
টেকনাফে ১৭ হাজার ৮০০ ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (২৭) নামের এক মিনিট্রাক চালককে আটক করেছে বিজিবি। ওই সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনিট্রাকটিও জব্দ করা হয়েছে।
শনিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়ার উত্তরপাড়া পাকা রাস্তার মাথা থেকে এসব উদ্ধার করা হয়। ধৃত যুবক রামু উপজেলার খরুলিয়া বাজারের  নাজির আহম্মদের ছেলে।
 বিজিবি সূত্র জানায়,  টেকনাফ থকে ইয়াবার একটি চালান পাচার হবে বলে বিজিবি’র কাছে তথ্য ছিল। ওই চালান রুখতে বিজিবি পাকা রাস্তায় যানবাহন তল্লাশী শুরু করে। পরে „ভোররাতে একটি পিকআপ তল্লাশী করে চালকের সীটের নিচ থেকে ৮৯ টি নীল রংয়ের প্যাকেট উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক মো. আছাদুদ জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।