নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুজিবুর রহমান (২৮) নামে যুবলীগ নেতাকে সন্ত্রাসী হামলা চালিয়েছে দুবির্ত্তরা। শুক্রবার (৮জুন) সকাল ১০ টার দিকে ইউনিয়নের অলিসা বাজারের পাশে চায়ের দোকানে ৮/৯ জনের একদল দূবির্ত্ত এ হামলা চালায়। আহত মুজিব ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আশরাফ আলাীর ছেলে।
স্থানীরা জানান, সকালে ক্ষেত থেকে কাজ শেষ করে চায়ের দোকানে বসা ছিলো মুজিব। হঠাৎ হামিদুল হকের নেতৃত্বে এক দল দূবির্ত্ত হামলা চালায় মুজিবের উপর। স্থানীয়দের সহযোগিতায় তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে কর্তরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত যুবলীগ নেতা মুজিব জানান, শুক্রবার সকালে পরিকল্পিত ভাবে মৃত শিয়ার আলমের ছেলে মো. হামিদুল হকের নেতৃত্বে মকসুদ, এরশাদ, রফিক আহমদ, শাহ জাহান, হাসানসহ আরো কয়েকজন মিলে আমার উপর হামলা চালায়। তারা আমার ব্যবহারের দুইটি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হামলার বিষয়টি আমাকে মোবাইল ফোনে একজন জানিয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।