আহমদ গিয়াস, কক্সবাজার :
নিজের জমি দখলে বাধা দেয়ায় ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত হয়েছেন কক্সবাজারের গুরুশিল্পী, লেখক, সঙ্গীত পরিচালক, সুরকার ও প্রযোজক অধ্যাপক রায়হান উদ্দীন। মঙ্গলবার হিমছড়িতে অবস্থিত নিজের মালিকানাধীন জায়গায় তিনি এ হামলার শিকার হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় কক্সবাজারের সাংস্কৃতিক সমাজ বিক্ষোভে ফেটে পড়েছে। জেলা শহরের প্রাচীনতম সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীতায়তনে এই ঘটনার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুরুল হক টুটুল বলেন, ঘটনার ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান চলছে।