প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশ কি মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে না স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে পরিচালিত হবে তা নির্ধারণ হবে। তাই ৩০ লাখ শহীদের রক্তের মর্যদা রক্ষায় আগামি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় (নৌকা প্রতীক) নিশ্চত করতে হবে। এতে গুরুত্বপুর্ণ অবদান রাখতে হবে দেশের যুব সমাজকে। তিনি সেমাবার মহেশখালী পৌর আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, আগামি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। কোন অপ-শক্তি ক্ষমতায় আসলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়ে দেশের চলমান অগ্রযাত্রা ব্যহত হবে। বর্তমানে মহেশখালীতে যে উন্নয়ন যজ্ঞ চলছে তা আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই।

সভার শুরুতে জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।

সোমবার বিকাল ৪টায় মহেশখালী গোরকঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মকছুদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন, জেরা আওয়ামী লীগের সহ-সভপতি এম আজিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী, মোহাম্মদ ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, পৌর আওয়ামী লীগের য্গ্নু আহবায়ক রফিকুল ইসলাম কাউন্সিলর, যুগ্ম আহবাযক এড. শেখ কামাল, পৌর যুবলীগের আহবায়ক মো. মামুন, যুগ্ম- আহ্বায়ক শাহনেওয়াজ কামাল, যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক সানী চক্রবর্তী, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, খাইরুল আমিন ও মোবারক হোসেন বারেক।

বেলা ১১ টায় আশেক উল্লাহ রফিক এমপি মহেশখালীতে জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় নির্মিত ঘরের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলমসহ উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা ২টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে গত বছর সাগরে নিখোঁজ হওয়া ৫৩ জন জেলের পবিরারের মাঝে বিধবা ভাতার বই বিতরণ করেন।