মোঃ মিছবাহ উদ্দিন, ঈদগাও :
কক্সবাজার সদরের পোকখালীতে আনসার ভিডিপি উন্নয়ন সমিতির উদ্যোগে হিফজুল কোরান প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২ জুন ১৮ ইং (শণিবার) সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। এতে চেয়ারম্যান রফিক আহমদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রখেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এড. একরামুল হুদা। প্রধান অতিথির বক্তব্য রাখেন কউক চেয়ারম্যান কর্ণেল (অব) ফোরকান আহমদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন আনসার ভিডিপি জেলা কামান্ড্যান্ট দেওয়ান মাতলুবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মনজুর আলম মুরশেদ, সদর উপজেলা যুবলীগের সেক্রেটারি রাজিবুল হক চৌধুরী রিকু, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার পরিচালনা সম্পাদক জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের হেলালী, পোকখালী আনসার ভিডিপি দলনেতা মোঃ হারুনুর রশিদ, দলনেত্রী হালিমা বেগম কাজল প্রমুখ। প্রতিযোগিতা শেষে যারা ১ম,২য়,৩য় স্থান লাভ করেছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে শান্তনা পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্টানটি মোঃ বেলাল উদ্দিন ও সালা উদ্দিন যৌথভাবে সঞ্চালনা করেন।