হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়েছে টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যরা। মাদক ব্যবসায়ীরা তাদের ঘরে অবস্থান করার গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ২ জুন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় বিকাল ৩টা থেকে ভারপ্রাপ্ত ককর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আতিক, এসআই মাহির উদ্দিন খাঁন, বিবেকনান্দ, সাইদুল ইসলাম, তাপস ও সাইফুল ইসলামসহ ৫০ সদস্যের পুলিশ দল ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে এ অভিযান চালানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘টেকনাফ সদরের মৌলভীপাড়াএলাকার স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী একরাম, আবদুর রহমান, মোহাম্মদ আলী, আবুল কালাম প্রকাল কালা ও জাফর আলমের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে মাদক ব্যবসায়ীরা বাড়িতে না থাকায় তাদের কাউকেই আটক করা যায়নি। ইয়াবা ব্যবসায়ীদের বাড়িগুলো দেখতে অনেকটা ‘রাজপ্রাসাদ’-এর মতো। এসব বাড়িতে অভিযান চালানো হয়েছে। কোনও মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত ইয়াবা বন্ধ না হবে, ততক্ষণ এ অভিযান চলবে। এসময় রাসেল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে ইয়াবা ব্যবসায়ীরা দুবাই, মালয়েশিয়া, ভারত ও ওমরা পালনের নামে সৌদি আরবে পালিয়ে গেছে। অনেকে ট্রলারযোগে সমুদ্রপথে মিয়ানমারে গিয়ে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিচ্ছে বলে শোনা গেছে।