রামু বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) রামু উপজেলা শাখার উদ্যোগে  বর্ধিত সভা ও ইফতার মাহফিল ২ জুন শনিবার রামু বাইপাস সংলগ্ন দুবাই ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, বিশেষ অথিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডঃ শামীম আরা স্বাপ্না, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতারুল আলম, জেলা বিএনপির উপদেষ্টা ছুরত আলম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসূফ বদরী।

রামু উপজেলা বিএনপির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, রামু উপজেলা জামায়াতের অামির ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রামু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফোরকান আহমদ, যুগ্ম-সম্পাদক মুফিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আবুল বশর বাবু, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন বাবু, সহ-সভাপতি ফয়সাল কাদের, গর্জনিয়া বিএনপির সভাপতি আব্দুল আলিম,  জোয়ারিয়ানালা বিএনপির আহবায়ক এডঃ এস্তেফাজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খাঁন, বিএনপি নেতা জহিরুল হক সিকদার, আজিজুল হক আজিজ, ফরিদুল আলম, শাহ আলম, বদরুল হুদা মেম্বার, আবদুল্লাহ কোম্পানি, শেখ আবদুল্লাহ  উপজেলা যুবদল সভাপতি নুরুল আবছার, ছাত্রদল সভাপতি এইচ,এম মাসুদ, শ্রমিক নেতা ফরমান, হানিফ জিহাদী প্রমূখ।

এসময় উপস্হিত ছিলেন,  জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আব্দু রহিম, মোক্তার মেম্বার, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ সিকদার, হাসমত আলী, দিদারুল আলম, তৌহিদুল ইসলাম আজিজুল হক, ফরিদুল আলম। বর্ধিত সভা ও ইফতার মাহফিলে রামু উপজেলার ৯৯টি ওয়ার্ডের প্রায় ৮০০ প্রতিণিধি উপস্হিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল দলকে সু-সংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বলেন, কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে  মুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। তাই বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার  আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।