হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

অনিবার্য কারণবশতঃ টেকনাফ শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশন কতৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পূর্বের ঘোষনা মোতাবেক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা বৃহষ্পতিবার ১৪ রমজান মোতাবেক ৩১ মে ২য় পর্ব শুরু হওয়ার কথা ছিল।

৩০ মে বিকালে এক জরুরী বৈঠকে পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশনের হিফজুল প্রতিযোগিতা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আয়োজক কমিটি সুত্র নিশ্চিত করেছে। প্রতিযোগিতার পরবর্তী তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানা গেছে।