বার্তা পরিবেশক ॥

নিবন্ধিত বৃহত্তম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদের ৩১ তম এতিম মিসকিনদের নিয়ে উন্মুক্ত ইফতার মাহফিল গত ২৭ মে আলীর জাঁহাল ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কক্সবাজার সিটি কলেজের শিক্ষক নুরুল আবছার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি সায়মুন সংসদের উপদেষ্টা এড. ফরিদুল আলম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী, এড. আবু ছিদ্দিক ওসমানী, দৈনিক আপনকণ্ঠ’র সম্পাদক (ভার:) রুহুল আমিন সিকদার, সায়মুন সংসদ কেন্দ্রীয় ওলামা পরিষদের সভাপতি আল্লামা হা: নুরুল হুদা, রুস্তম আলী চৌধুরী, সায়মুন সংসদ এ দল’র সভাপতি মোঃ ইউসুফ আলী, পরিচালনা করেন সায়মুন সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জুবাইরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন শাখা ও সকল পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এতে সুশীল সমাজ, যুব সমাজ ও ছাত্র সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। সংগঠনের সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখায় সায়মুন সংসদ ও কক্সবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং মাদক ব্যবসায়ীদের খোঁজে বের করতে বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতা করতে বলেন।