সংবাদদদাতা:

টেকনাফে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত পৌর কাউন্সিলর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে ময়না তদন্ত শেষে বিকালে লাশ বাড়িতে আনা হয়। বাদে এশা তারাবীর পর রাত ১০টারদিকে স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
জানা যায়, ২৭ মে বিকালে পোস্টমর্টেম শেষে টেকনাফ পৌরসভার কে, কে পাড়ার মৃত আব্দুস সাত্তারের পুত্র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, পৌর বণিক সমিতির সভাপতি ও ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর একরামুল হক (৪৬) এর লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে আনা হয়। এসময় আত্মীয়-স্বজন, সহকর্মী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও শুভাকাংখীরা শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় জমায়। তারাবী শেষে রাত ১০টারদিকে টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ভোররাত ১টারদিকে বাহারছড়ার নোয়াখালীয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৫টি খালি খোসা ও ১০ হাজার ইয়াবাসহ তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের পরিচয় সনাক্তের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়।