হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি :

নানা কর্মসূচির মধ্যে দিয়ে কক্সবাজারে পালন করা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচি। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি এডভোকেট দীপংকর বড়–য়া পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সংগঠন সমুহের জাতীয় সমন্বয় কমিটির জেলা শাখার আহবায়ক ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন-সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় এবং যেকোন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কাজ করে যেতে পারি তাহলেই লক্ষ্য পূরণ হবে। সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন এবং বিশেষ অতিথি ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। বক্তব্যে রাখেন জেলা বৌদ্ধ সমিতির সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মকর্তা এডভোকেট দিলীপ ধর, এডভোকেট প্রতিভা দাশ, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সদস্য সচিব দীপক দাশ, মহেশখালী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জেমসেন বড়–য়া, কক্সবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক সাগর পাল সাজু, সদর উপজেলার সাধারণ সম্পাদক বিন্ডু আচার্য্য অজয়। এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য অধ্যাপক কিশোর পাল, কক্সবাজার পৌরসভার সভাপতি কিশোর বড়–য়া, চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক সুনিত দাশ সৌরভ, কমল হরি পাল, ননী গোপাল শীল, লিটন দাশ, ডাঃ পরিমল কান্তি সুশীল, মাষ্টার কমল হরি দে, সজল কান্তি দে প্রমুখ। আলোচনা সভার শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন রুপনা পাল।