এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলক র‌্যালী ও সমাবেশ। মঙ্গলবার ২২মে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা জাসদ সভাপতি ও বিআরটিএ-র সদস্য নঈমুল হক চৌধুরী টুটুল, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, বিআরটিএ-র সহকারি পরিচালক মো: জামাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পরিবহন সমিতির নেতৃবৃন্দসহ গাড়িচালকগণ উপস্থিত ছিলেন। সমাবেশে ট্রাফিক আইন ও সাইন মানা, ড্রািইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকা, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য গাড়িতে নির্দিষ্ট আসন রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।