এম.মনছুর আলম, চকরিয়া:

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চার জুয়াডিকে আটক করেছ।এসময় কক্সবাজার মহাসড়কে পাশে চলাচল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে ২টি ট্রাক গাড়ী জব্ধ করেছে।আদালত এ সময় জনসম্মূখে ৪জুয়াডিকে সাতদিন করে কারাদন্ড ও দুইটি বালির ট্রাককে ৫হাজার টাকা করে ১০হাজার টাকা জরিমানা করেন। ২১মে (সোমবার) বিকেলে উপজেলার খুটাখালী এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে থানা পুলিশের একটি টীম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের পেশকার ও উপজেলা  নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রতন পাল বলেন, সোমাবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান নেতৃত্বে উপজেলার খুটাখালী ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াডিকে জুয়ার আসর থেকে আটক করা হয়।এসময় কক্সবাজার মহাসড়কের উপরে ট্রাক দাঁড়িয়ে অবৈধ বালি উত্তোলন করার দায়ে দুটি ট্রাককে জব্ধ করেন। পরে ঘটনাস্থলে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে জনসম্মূখে স্থানীয় জনতার সামনে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করায় চার জুয়াডিকে সাতদিন করে কারাদন্ড এবং জব্দকৃত বালির ট্রাককে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।