রিয়াজ উদ্দিন, পেকুয়া:
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিন জন গুরুতর আহত হয়েছে। আহতদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ১৭ মে দিবাগত রাত ২ টার দিকে উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া পানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই দিন রাত ২ টার দিকে প্রথম রোজার সেহেরী খাওয়ার জন্য বাড়ির কর্তা হোসাইনের স্ত্রী দিলোয়ারা বেগম গ্যাসের দেয়াশলাই দিয়ে একটি চেরাগ জ্বালায়। এ সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছিল। দেয়াশলাই দিয়ে গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দাউ দাউ জ্বলতে থাকে। বাড়ির লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে আগুনে তিন জন দদ্ধ হয়। আহতরা হলেন বাড়ির কর্তা হোসাইন(৩৫), তার স্ত্রী দিলোয়ারা বেগম(৩২), তাদের স্কুল পড়ুয়া ৪র্থ শ্রেনীর ছাত্র ওয়াহিদ নয়ন(১১)। ওই এলাকার সাবেক মেম্বার সাদেকা বেগম, আবু আহমদ প্রকাশ সোনা মিয়া জানান, তারা নিতান্ত গরীব লোক। এলাকার লোকজন চাঁদা সংগ্রহ করে বর্তমানে তাদের চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছে।