মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের কোবো সেন্টারে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান ও বিশেষ অতিথি ছিলেন মিশিগানের গভর্নর পদপ্রার্থী গ্রেচেন হোইটমোর।
গণিত অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক ছিলেন মিশিগান অঙ্গরাজ্যের অকল্যান্ড ইন্টারন্যাশনাল একাডেমীর গণিত শিক্ষক জাহেদ উদ্দিন জিয়া। জাহেদ জিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়ার সন্তান। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক সিরাজুল হকের পুত্র ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা লুৎফুর নাহার বাপ্পী’র ছোট ভাই।
অনুষ্ঠানটির স্পন্সর করেন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্ট (আবিয়া) গ্রেট লেক চ্যাপ্টার।
বৈশাখী মেলা কমিটির আয়োজনে এ গণিত অলিম্পিয়াডে প্রবাসী বাংলাদেশি আমেরিকান শতাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণ করে। প্রথমবার অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিজয়ী পুরস্কার লাভ করেন সৈয়দ মাহের মোরশেদ, জয় করেন ইমানী এবং জয় করেন মুজাহিদ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেট্রয়েট শহরের মেয়র মাইক ডুগান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন ড. নাজমুল হক, সাইদ রব, মনির জামান ও আবিয়ার সভাপতি সাদেক রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অকল্যান্ড ইন্টারন্যাশনাল একাডেমীর স্বেচ্ছাসেবক ড. জাফরি আল ক্বাদরী, স্টিভ ডেন্ডলার, সালমা রহমান, মুমু, মনি চৌধুরী, ফারিশা রব, সাফিউল বশির সাফীসহ অনেকে।
গণিত অলিম্পিয়াডের পুরো অনুষ্ঠানটি প্রবাসীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।