মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়ায় বাতাসে ঝড়ে পড়া আম খুঁড়াতে গিয়ে বিদ্যুতে তাঁরে জড়িয়ে প্রাণ গেল ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীর । তার নাম মো. আবু সাঈদ (৯)। ৭ মে সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ছদাহাছোট ঢেমশা গরীবারঝিল এলাকায় ঘটনাটি ঘটে। সেই ওই এলাকার সৌদি প্রবাসী মোঃ শফির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, সোমবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের পার্শ্ব সংযোগের তার ছিড়ে তাদের (শফির) বাড়ির দক্ষিণে জমিতে পড়ে থাকে। ঝড়-বৃষ্টি থেমে গেলে সাঈদআম খুঁজতে বিলে গেলে অসাবধান বসত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সাঈদকে উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেমৃত ঘোষণা করে। নিহতের চাচা মো. ফরিদুল আলম বলেন, আমার ভাতিজা বিলে আম খুঁজতে গিয়েছিল। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের পার্শ¦ সংযোগ নিয়েছিল। সকালে বাতাসে বিদ্যুৎ সংযোগের তারছিঁড়ে পড়ে থাকলে কেউ তারটি সরাইনি। সাঈদ বিলে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাঃ মৃত ঘোষণা করে। সাঈদ গরীবারঝিলসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলেন।