নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন চৌফলদন্ডী বহুমুখী সমাজকল্যাণ সংঘের কার্যালয় উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৪ মে) বিকালে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন আনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর, ওয়ান নিউজের নির্বাহী সম্পাদক মো. নেজাম উদ্দিন, চৌফলদন্ডী ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য রাশেদুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা ফোরকান আহমদ, সমাজসেবক এহছানুল হক এহছান, ফরিদুল আলম, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক আইনেং রাখাইন, ক্যথিং রাখাইন প্রমুখ।
কার্যালয় উদ্বোধনের পর সেখানে সংক্ষিপ্ত আলেচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠার ইতিকথা, আগামীর কর্মপরিকল্পনাসহ বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম।
তিনি অবহেলিত চৌফলদন্ডীর উন্নয়নে দলমত নির্বিশেষে এক কাতারে সমবেত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে চৌফলদন্ডীকে একটি অসাম্প্রদায়িক ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে সবমহলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

ফিতা কেটে চৌফলদন্ডী বহুমুখী সমাজকল্যাণ সংঘের কার্যালয় উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল।

এ সময় সমাজসেবক আবু বকর কোম্পানী, উমংচিং, মো. জাহেদ হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নুরুল আবচার। গীতা পাঠ করেন সবুজ শর্মা। ত্রিপিটক পাঠ করে চেনহ্লা রাখাইন।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সংগঠনের বিগত চার বছরের কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সদস্য আরিফ উল্লাহ মাহিন । অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মিজানুর রহমান ও সাইফুল ইসলাম।