শফিক আজাদ, উখিয়া:

শ্রোতারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো বিএনপির দুই সিরাজের বক্তব্য শোনার জন্য। এই দুই বক্তার বক্তব্য থেকে নতুনত্বের কিছু আবিস্কার হতো। এদের একজন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, কথা শিল্পী ও সুবক্তা সিরাজুল হক বিএ, অন্যজন ৯০’র আন্দোলনের তুখোড় ছাত্রনেতা সিরাজুল হক ডালিম।

দুই সিরাজের মৃত্যুতে উখিয়ার রাজনৈতিক অঙ্গনে নেমে আসল শূণ্যতা। শুধু বিএনপি নয় অন্যদলের নেতাকর্মীরাও তাঁদের ভালবাসতেন। বর্তমান রাজনীতির অপসংস্কৃতি থেকে অনেক দুরে ছিলেন তাঁরা। বুধবার সকালে  সাংগঠনিক কাজে জেলা বিএনপির সভাপতির বাসায় যাওয়ার পথে রাজাপালং জাদিমুরা এলাকায়  দু’জনই একসাথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে বুধবার চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান সিরাজুল হক বিএ ( বিএ সিরাজ)। তার ২৪ ঘন্টার মাথায় শুক্রবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন সিরাজুল হক ডালিম ( ডালিম সিরাজ)। এ দুই জন  পৃথিবীর মায়াও ত্যাগ করলেও তাদের রেখে যাওয়া স্মৃতি আজীবন মনে রাখবে শুভাকাঙ্খীরা।