সিবিএন:

বাংলা‌দেশ নির্বাচন ক‌মিশন স‌চিবাল‌য়ের স‌চিব হেলাল উদ্দীন ৩ মে বাংলা‌দে‌শের প্রথম ফিস একু‌রিয়াম রে‌ডি‌য়েন্ট ফিসওয়ার্ল্ড প‌রিদর্শন ক‌রেছেন।

তিনি রে‌ডি‌য়েন্ট ফিসওয়ার্ল্ড এ পৌঁছা‌লে ব্যবস্থাপনা প‌রিচালক মোঃ স‌ফিকুর রহমান চৌধুরী ও জি এম কাজী নিজামুল ইসলাম তাঁ‌কে সাদর অভ্যর্থনা জানান।

সাথে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন।

‌নির্বাচন কমিশন সচিব রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড এর কার্যক্রম দে‌খে এর প্রশংসা ক‌রেন। স‌চিব ম‌হোদয় এর আ‌গে আগামী সে‌প্টেম্বর মা‌সে অন‌ষ্ঠিতব্য ৯ম দ‌ক্ষিণ এ‌শীয় প্রধান নির্বাচন কমিশনার‌দের স‌ম্মেলন উপল‌ক্ষে আ‌য়ো‌জিত প্রস্তু‌তি সভায় সভাপ‌তিত্ব ক‌রবেন।

সভায় সার্কভুক্ত দেশসমূ‌হের প্রধান নির্বাচন ক‌মিশনার‌দের স‌ম্মেল‌নে আগত অ‌তি‌থি‌দের সফর সূচী‌তে দর্শনীয় স্থান হি‌সে‌বে রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শ‌নের প‌রিকল্পনার কথা জানানো হয়।

উক্ত প্রস্তু‌তি সভায় রে‌ডি‌য়েন্ট ফিসওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা প‌রিচালক মোঃ স‌ফিকুর রহমান চৌধুরী ও জিএম কাজী নিজামুল ইসলাম উপ‌স্থিত ছি‌লেন।

সন্ধ্যায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের প্রাথ‌মিক শিক্ষা বিভা‌গের মহাপ‌রিচালক ডঃ আবু হেনা মোস্তফা কামাল রে‌ডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শন ক‌রেন।

রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড এর জিএম কাজী নিজামুল ইসলাম তাঁ‌কে স্বাগত জানান।

তি‌নি রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড ঘু‌রে দে‌খেন এবং এর ভূয়সী প্রশংসা ক‌রেন। তি‌নি ব‌লেন বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ছাত্রছাত্রীরা রে‌ডি‌য়েন্ট ফিসওয়ার্ল্ড এর বি‌ভিন্ন একু‌রিয়া‌মের মাছ ও জলজ প্রাণী দে‌খে তা‌দের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ কর‌তে পার‌বে।

বাংলা‌দেশ ব্যাংক এর প‌রিসংখ্যান বিভা‌গের মহাব্যবস্থাপক মোঃ আ‌জিজুল ইসলাম ও ক্রে‌ডিট ইনফর‌মেশন ব্যু‌রোর মহাব্যবস্থাপক মনছুরা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যায় রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড প‌রিদর্শন ক‌রেন। তাঁরা রে‌ডি‌য়েন্ট ফিস ওয়ার্ল্ড এ পৌঁছা‌লে ব্যবস্থাপনা প‌রিচালক মোঃ স‌ফিকুর রহমান চৌধুরী অভ্যর্থনা জানান।

তাঁরা বাংলা‌দে‌শে এরকম ব্য‌তিক্রমী উ‌দ্যো‌গের জন্য উ‌দ্যোক্তা মোঃ স‌ফিকুর রহমান চৌধুরী‌কে ধন্যবাদ জানান।

এর আ‌গে ফেনী জেলার দাগনভু্ইয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঞা রে‌ডি‌য়েন্ট ফিসওয়ার্ল্ড প‌রিদর্শন করেন।