শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :

 

কক্সবাজার সদরের ৩নং ইসলামাবাদ ইউনিয়ন থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২ মে সন্ধ্যা ৬টায় বর্ণিত ইউনিয়নের গজালিয়া রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে মেশিন জব্দ ও পাইপ কেটে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট বর্ণিত স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির হেফাজতে থাকা অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় এমইউপি সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বালি উত্তোলনের পাইপ ও অপরাপর যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয়। অভিযানের সময় স্থানীয় চেয়ারম্যান নুর ছিদ্দিক, প্যানেল চেয়ারম্যান নুরুচ্ছফা, এমইউপি আবদু শুক্কুর, আবু বক্কর ছিদ্দিক বান্ডি প্রমুখ। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আহসান মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ উক্ত অভিযানে সহযোগিতা করেন। ইউএনও নোমান হোসেন জানান, অভিযান অব্যাহত থাকবে।