রেজাউল করিম রেজা:

এই প্রজন্মের আলোচিত এবং তরুণ্যের ক্রাস চিত্রনায়িকা বিপাশা কবির নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবিটির নাম ‘পাপ কাহিনি’। পরিচালনা করবেন শাহারিয়ার নাজিম জয়। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে বিপাশা কবিরকে।

বিপাশা কবির বলেন, ‘পাপ কাহিনি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করব। আমার চরিত্রটি স্ট্রাগল করা একজন নায়িকার চরিত্র। তা ছাড়াও এতে আমার একটি গানও রয়েছে।

এ ছবিতে আরো রয়েছেন.. আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, ইমন, তমা মির্জা। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয়।

লাক্স তারকা বিপাশা কবিরের ইতোমধ্যে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এখন তিনি নায়িকা হিসেবেই চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। এর আগে বিপাশা নিয়মিত চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করেছেন। আইটেম গানে পারফর্ম করেও দর্শক মাতিয়েছেন তিনি।