সিবিএন:

দুই সন্তাসহ স্বামীর সহায় সম্বল নিয়ে চম্পট দিয়েছে স্ত্রী ফাতেমা বেগম (২৬)। গত ২৭ এপ্রিল কক্সবাজার সদরের ঈদগাঁও ১ নং ওয়ার্ড উত্তর মাইজপাড়া বঙ্কিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্বামী সাহাব উদ্দিন ২৯ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরী করেছেন। ডায়েরী নং-১৪৬৯/১৮।

বাদী বলেন, ২৭ এপ্রিল আমার আম্মার অসুস্থতাজনিত কারণে তাকে নিয়ে কক্সবাজারে হাসপাতালে অবস্থান করি। রাত বেশী হওয়ায় ওই দিন বাড়ীতে যাইনি। পরের দিন সকালে বাসায় গেলে দরজা তালা লাগানো দেখি। দুই সন্তানও বাসায় না দেখে পাড়া পড়সীদের কাছে জিজ্ঞেস করি।

স্থানীয়রা জানায়, স্ত্রী ফাতেমা বেগম আমার দুই সন্তান মাছুম বিল্লাহ মারুফ (৮) ও মুনতাহা (৪) কে নিয়ে সকালে বাড়ী থেকে বের হয়ে যায়। এ সময় অনেক সরঞ্জামও সে সাথে নিয়ে যায়। তাৎক্ষণিক তার ব্যবহৃত মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়।

তাকে অনেক জায়গায় সন্ধান করেও খোঁজ মেলেনি। এ বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরী করেছি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, নিখোঁজ ডায়েরী তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, স্ত্রী ফাতেমা বেগমের  সাথে সাহাব উদ্দিনের প্রায় দশ বছর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতেমা। তাদের সুন্দর সংসার চলে আসছিল। কোন কারণ ছাড়াই স্ত্রী দুই সন্তান নিয়ে ঘরছাড়া হয়ে যায় বলে সাহাব উদ্দিন দাবী করেন। তিনি স্ত্রী সন্তানদের ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।